অভিনেতা জেমস রেনসোনের রহস্যজনক মৃত্যু

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:২৭ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় মার্কিন অভিনেতা জেমস রেনসোন রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। ৪৬ বছর বয়সী এই অভিনেতার ঝুলন্ত মরদেহ ১৯ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবন থেকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী, মৃত্যুর কারণ গলায় ফাঁস।

পুলিশ জানিয়েছে, বাসা থেকে পাওয়া কলের ভিত্তিতে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিনেতার নিথর মরদেহ উদ্ধার করেন। তদন্তে এখন পর্যন্ত কোনো খুনের ষড়যন্ত্র বা অস্বাভাবিক আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

আরও পড়ুন: মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রাধিকা

জেমসের মৃত্যুর ঠিক দুদিন আগে তার স্ত্রী জেমি ম্যাকফি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছিলেন, যেখানে তিনি ‘ন্যাশনাল অ্যালায়েন্স অন মেন্টাল ইলনেস’-এর সমর্থনে তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছিলেন। এই পোস্ট নেটিজেনদের মধ্যে জেমসের মানসিক অবসাদের দিকেই ইঙ্গিত করছে বলে মনে করা হচ্ছে।

জেমস রেনসনের জীবন চড়াই-উতরাইয়ে ভরা ছিল। ২৭ বছর বয়সে তিনি মাদক আসক্তির শিকার হন এবং প্রায় ৩০,০০০ ডলারের ঋণে ডুবে যান। তবে ২০০৬ সাল থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করেন। ২০২১ সালে এক সাক্ষাৎকারে তিনি জানান, শৈশবে নিজে জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা– গণিত শিক্ষকের হাতে যৌন হেনস্থার শিকার হন। ২০২০ সালে এই ঘটনার জন্য মামলা দাখিল করলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।

আরও পড়ুন: ভারতের একাধিক তারকার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

মৃত্যুকালে জেমস স্ত্রী জেমি এবং দুই সন্তান রেখে গেছেন। তিনি ‘দ্য ওয়্যার’, ‘ইট: চ্যাপ্টার ২’, ‘সিনিস্টার’, ‘দ্য ব্ল্যাক ফোন’ এবং ‘ওল্ড বয়’-এর মতো কালজয়ী সিনেমা ও সিরিজে অভিনয় করেছেন, যা দর্শকদের মনে গেঁথে থাকবে।