ফের কন্যা সন্তানের বাবা হলেন নেইমার জুনিয়র

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৫ | আপডেট: ১২:২১ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্ব ফুটবলে নেইমার জুনিয়র এক পরিচিত মুখ। তার জাদুকারী খেলা দেখে মুগ্ধ সবাই। এবার চতুর্থবারের মতো পিতা হলেন নেইমার। তার প্রেমিকা ব্রুনা ব্যাঙ্কার্ডির কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যাসন্তান । নাম রাখা হয়েছে মেল।

শনিবার (৫ জুলাই) ভোরে  সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম নিয়েছে নেইমারের চতুর্থ সন্তান। এই সন্তান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুজনেই। মাভি ও ছোট বোন মেলকে পেয়ে বেশ আনন্দিত।

আরও পড়ুন: পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

ইনস্টাগ্রামে ছোট্ট মেলকে কোলে নিয়ে একটি ছবি শেয়ার করেন ব্রুনা ব্যাঙ্কার্ডি। সেখানে আবেগঘন বার্তায় লেখেন, ‘আমাদের মেল এসেছে-আমাদের জীবনকে আরও মিষ্টি করে তুলতে। স্বাগতম, মেয়ে! ঈশ্বর যেন তোমার জীবনকে আশীর্বাদ ও নিরাপত্তায় রাখেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমার সঙ্গে এই নতুন অধ্যায় শুরু করার।’


আরও পড়ুন: ফুটবলের বিস্ময়কর বালক সোহানের পরিবারের পাশে বিএনপি নেতা

ব্রাজিলীয়ান তারকার এটি চতুর্থ সন্তান। তার প্রথম ছেলে ডাভি লুকা জন্ম নেয় ২০১১ সালে, সাবেক প্রেমিকা ক্যারোলিনা ডান্তাসের ঘরে। এরপর বর্তমান সঙ্গী ব্রুনা ব্যাঙ্কার্ডির গর্ভে জন্ম নেয় কন্যাসন্তান মাভি। তৃতীয় সন্তানের মা হলেন নেইমারের আরেক সাবেক প্রেমিকা আমান্ডা কিম্বারলি।

জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরা নেইমার সম্প্রতি চলতি বছরের শেষ পর্যন্ত তাঁর চুক্তি নবায়ন করেছেন। বছর শেষেই বোঝা যাবে ২০২৬ বিশ্বকাপের আগে তিনি নতুন কোনো ক্লাবে যাবেন কি না।

আপাতত সান্তোসের হয়ে খেলার ফাঁকে ফাঁকে নেইমারের সবচেয়ে বড় দায়িত্ব পরিবারকে সময় দেওয়া।