২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৫৮০ জন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:১৪ পূর্বাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়কালে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৮০ জন, জানায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৩৫ জনের, এবং এডিস মশাবাহিত ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪,৪১১ জনে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বিভাজনটি বিভাগের ভিত্তিতে হলো:

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৬৫ জন

বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১২৮ জন, চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৯৪ জন, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৮৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৮৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৮০ জন, খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৩২ জন, রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৫৫ জন, ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৭ জন, রংপুর বিভাগ: ৩ জন, সিলেট বিভাগ: ১ জন

প্রসঙ্গত, গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১,০১,২১৪ জন, এবং ৫৭৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে সতর্ক থাকার এবং বিশেষ করে মশার প্রজননস্থল ধ্বংস করার পরামর্শ দিচ্ছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০