ডেঙ্গুতে এ বছর সর্বোচ্চ মৃত্যু, ২৪ ঘন্টা ১০ জন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:৫০ পূর্বাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৯ জন রোগী।

বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৬৫ জন

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন মারা যাওয়া ১০ জনের মধ্যে পাঁচজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, তিনজন উত্তর সিটি করপোরেশন এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট ৭৫ হাজার ৯৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০২ জনে।

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০

এর আগে ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যুবরণ করেছিলেন ৫৭৫ জন। ২০২৩ সালে এ সংখ্যা ছিল আরও বেশি—মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত এবং এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি পরিবর্তন ও আবহাওয়ার তারতম্যের কারণে ডেঙ্গু সংক্রমণ দীর্ঘস্থায়ী হচ্ছে। একই সঙ্গে নাগরিক পর্যায়ে সচেতনতা ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মত দিয়েছেন তারা।