রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮

ইউক্রেনের কিয়েভ অঞ্চলে রুশ ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাশিয়া এ হামলা চালায় বলে অভিযোগ করেছে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা। খবর সিএনএনের।
আরও পড়ুন: ড. ইউনূসের সাক্ষাৎকারে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের বার্তা
বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় রুশ ড্রোন হামলায় আটজন মারা গেছেন, সাতজন আহত এবং একজনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে চারজন আছে বলে ধারণা করা হয়েছে।
রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সিএনএনকে জানিয়েছে, একটি রুশ ড্রোন কিয়েভের রাজধানী থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত রিজিশচিভ শহরের একটি আবাসিক ভবনে আঘাত করেছিল।
আরও পড়ুন: ভারতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত, পদক্ষেপ সীমিত: যুক্তরাষ্ট্রের প্রতিবেদন
কিয়েভের পুলিশপ্রধান আন্দ্রি নেবিতোভ বলেন, একটি ড্রোন রিজিশচিভ শহরের একটি ছাত্রাবাস ভবনে আঘাত করেছিল।
হামলার পর ২০০ জনেরও বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান নেবিতোভ।