কলকাতায় রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ

আজ সকালে কলকাতা বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছেন ১৩৫ জন যাত্রী। রানওয়েতে দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলেও বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।
বুধবার (২৭ মার্চ) সকালে কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদসংস্থা এএনআইসহ দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম।
আরও পড়ুন: মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা, হতে পারে ৩০ বছরের কারাদণ্ড
বিমানবন্দরের কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি বিমান রানওয়েতে প্রবেশের জন্য ছাড়পত্রের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। তখন ইন্ডিগোর একটি বিমান এসে ধাক্কা দেয়। ফলে এয়ার ইন্ডিয়া বিমানটির ডানার একটি অংশ ভেঙে যায়। আর ইন্ডিগো বিমানেরও একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর মেলেনি।
এদিকে, এ ঘটনায় বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে বিমান নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ। একইসঙ্গে বিমান দুটির পাইলটদেরকেও সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ইউক্রেন চুক্তি নিয়ে পুতিনের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প, জেলেনস্কির উপস্থিতি নিয়ে নতুন তথ্য
বিষয়টি নিশ্চিত করে ডিজিসিএ'র এক কর্মকর্তা বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য বিশদভাবে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং উভয় চালককে অব্যাহতি দেয়া হয়েছে। তদন্তকালে গ্রাউন্ড স্টাফদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
জানা গেছে, ইন্ডিগো বিমানটিতে চারজন শিশু-সহ অন্তত ১৩৫ জন যাত্রী ছিলেন।