কুয়েতে শ্রমিক আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩৯

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ন, ১২ জুন ২০২৪ | আপডেট: ১১:১৮ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুয়েতের দক্ষিণ আহমেদি গভর্নরেটের মানগাফ শহরে একটি শ্রমিক আবাসনে আগুন লেগে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে মারা গেছেন অন্তত ৩৯ জন। আহত হয়েছেন আরও বহু মানুষ। দমকল বাহিনীর কর্মীরা এখনও আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বুধবার (১২ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। খবর সূত্র: আল আরাবিয়া।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে পাকিস্তানকে কঠিন হুঁশিয়ারি দিলেন মোদি

কুয়েতের একজন কর্মকর্তা জানিয়েছেন, মানগাফের একটি শ্রমিক আবাসনে আগুনে অন্তত ৪ জন এবং কাছাকাছি আরেকটি ভবনে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪৩ জন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন: ইউক্রেন চুক্তি নিয়ে পুতিনের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প, জেলেনস্কির উপস্থিতি নিয়ে নতুন তথ্য

অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি নিউজ বলছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে চারজন ভারতীয় নাগরিকও রয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।

এই ঘটনায় কুয়েত সরকার গভীর শোক প্রকাশ করেছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে।