ইরান-তুরস্ক সম্পর্ক জোরদারে কোনো সীমা নেই: ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:১৮ পূর্বাহ্ন, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:১৮ পূর্বাহ্ন, ৩০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদী মোয়েমেনি বলেছেন, তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তেহরান কোনো ধরনের সীমা বা প্রতিবন্ধকতা দেখে না। 

বুধবার (২৯ অক্টোবর) তেহরানে অনুষ্ঠিত অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (ঊঈঙ) সদস্য দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের চতুর্থ বৈঠকের ফাঁকে তুরস্কের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী মুনির কারালোলো’র সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: ইরানের দেহদাশতে মিলল সাত হাজার বছরের প্রাচীন গ্রাম

মোয়েমেনি বলেন, ইরান ও তুরস্ক দুইটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি, এবং দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ বন্ধনের ওপর প্রতিষ্ঠিত। তিনি ইরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দায় তুরস্কের অবস্থানকে প্রশংসা করেন।

গাজা নিয়ে তুরস্কের অবস্থানের প্রশংসা করে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গাজার জনগণের প্রতি তুরস্কের জনগণ ও সরকারের সমর্থন আমাদের দৃষ্টিতে অত্যন্ত মূল্যবান।

আরও পড়ুন: 'ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ডোনাল্ড ট্রাম্প

এ ছাড়া তিনি পিকেকে সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণে তুরস্ক সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানান এবং এ প্রক্রিয়ার সফলতা কামনা করেন।

বৈঠকে তুরস্কের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী কারালোলো বলেন, তেহরান-আঙ্কারা সম্পর্ক সব খাতে আরও সম্প্রসারণযোগ্য। তিনি জানান, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের নেতৃত্বে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।

সূত্র: মেহের নিউজ