গাজায় মানবিক সহায়তায় এখনও বাধা দিচ্ছে ইসরায়েল: জাতিসংঘ

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৩৮ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজার ভেতরে মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের বাধা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পেরিয়ে গেলেও প্রয়োজনীয় অনুমতি, রুট এবং নিরাপত্তা না থাকায় ত্রাণ সরবরাহ স্বাভাবিক করা যাচ্ছে না।

মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

আরও পড়ুন: 'ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ডোনাল্ড ট্রাম্প

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, “যুদ্ধবিরতির পর থেকে সহায়তা কার্যক্রম বাড়ানোর চেষ্টা চলছে। কিন্তু প্রশাসনিক জটিলতা, মানবিক সংস্থার উপর নিষেধাজ্ঞা, সীমিত ক্রসিং এবং নিরাপত্তাহীনতার কারণে কাজ বাধাগ্রস্ত হচ্ছে।

ওসিএইচএর তথ্য তুলে ধরে তিনি জানান, অনেক এলাকায় জাতিসংঘের ত্রাণকর্মীদের প্রতিটি চলাচলও ইসরায়েলের পূর্ব অনুমতি সাপেক্ষে করতে হচ্ছে।

আরও পড়ুন: ডনবাস ইস্যুতে কোনো ছাড় নয়, কঠোর অবস্থানে পুতিন

গত কয়েকদিনে ত্রাণ বহনকারী আটটি টিমের মধ্যে মাত্র দুটি টিম পূর্ণ অনুমতি পেয়েছে। এর মধ্যে একটি টিমকে ১০ ঘণ্টা বিলম্বের পর চলাচলের অনুমতি দেওয়া হয়।

এ বিষয়ে প্রশ্ন করা হলে হক বলেন সমস্যা ইসরায়েলের পক্ষেই। আমরা তাদের সাথে সমন্বয়ের চেষ্টা করছি, কিন্তু তারা নতুন ক্রসিং খুলছে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৯ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।