যুক্তরাষ্ট্র–কানাডা সীমান্তে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:১২ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:১২ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী এলাকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই এবং এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সময় শনিবার বেলা ১১টা ৪১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য ও কানাডার ইউকন প্রদেশের সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চল। আলাস্কার জুনেউ শহর থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর–পশ্চিমে এবং ইউকনের রাজধানী হোয়াইটহর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে এপিসেন্টারটির অবস্থান।

আরও পড়ুন: থাই–কম্বোডিয়া সীমান্তে নতুন সংঘাত: ভেস্তে যাচ্ছে ট্রাম্পের শান্তি উদ্যোগ

ইউএসজিএস আরও জানায়, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র।

রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের হোয়াইটহর্স শাখার সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানান, ভূমিকম্পটি ছিল বেশ শক্তিশালী এবং বহু মানুষ কম্পন অনুভব করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে এখনো কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: ভারতের গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু