ভারতের গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু
ভারতের জনপ্রিয় পর্যটনগন্তব্য গোয়ায় একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে আরপোরা এলাকার বাগা বিচ সংলগ্ন ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ওই ক্লাবে আগুন লাগে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, ক্লাবটির রান্নাঘরে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ভেতরে থাকা কর্মী ও অতিথিদের বেশিরভাগই আটকে পড়েন।
আরও পড়ুন: থাই–কম্বোডিয়া সীমান্তে নতুন সংঘাত: ভেস্তে যাচ্ছে ট্রাম্পের শান্তি উদ্যোগ
রাজ্য পুলিশের মহাপরিচালক অলোক কুমার জানিয়েছেন, উদ্ধার হওয়া মরদেহের বেশিরভাগই রান্নাঘর ও তার আশপাশের এলাকা থেকে পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে ক্লাবের কর্মচারীরাই সবচেয়ে বেশি হতাহত হয়েছেন। পাশাপাশি তিন থেকে চারজন পর্যটকের মরদেহও উদ্ধার করা হয়েছে, যাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
রাতভর চেষ্টা চালানোর পর ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে ধ্বংসস্তূপে এখনো উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র–কানাডা সীমান্তে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এক বিবৃতিতে দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন।





