মস্কোর কাছে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:৩০ পূর্বাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে ইভানোভো অঞ্চলে দেশটির সামরিক পরিবহন বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে পরীক্ষামূলক উড্ডয়নের সময় এ দুর্ঘটনা ঘটে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিধ্বস্ত উড়োজাহাজটি এএন-২২ সিরিজের সামরিক পরিবহন বিমান। ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ায় সেটিকে মেরামত করা হয়েছিল এবং মেরামতের পর পরীক্ষামূলক ফ্লাইটে ওঠানো হয়। ফ্লাইটটিতে মোট সাতজন প্রযুক্তিবিদ ও পাইলট ছিলেন।

আরও পড়ুন: রাতভর ঝড়-বৃষ্টিতে চরম দুর্ভোগে গাজার মানুষ

টেক-অফের পর অল্প সময়ের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ইভানোভো জেলার নির্জন একটি স্থানে পতিত হয়। মস্কো থেকে অঞ্চলটির দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দুর্ঘটনাস্থল জনবসতি থেকে দূরে হওয়ায় অতিরিক্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পরই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার ও ক্ষতিগ্রস্ত অংশ সংগ্রহের কাজ শুরু করেছে বলে জানায় মন্ত্রণালয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু, নাগরিকত্বে সরাসরি পথ


সূত্র: তাস