যুক্তরাষ্ট্রে এক লাখের বেশি ভিসা বাতিল

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:৫৫ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে গত এক বছরে এক লাখের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। সোমবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বছরের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করে রিপাবলিকান ট্রাম্প প্রশাসন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই অভিযানের মাধ্যমে গত এক বছরে এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের অভিবাসন ইতিহাসে একটি নতুন রেকর্ড। গত বছর বহু অভিবাসীকে হাত-পা বেঁধে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যাদের অনেকেরই বৈধ ভিসা ছিল বলে জানা গেছে।

আরও পড়ুন: গাজায় প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহতের কথা স্বীকার ইসরায়েলের

ভিসা বাতিলের পাশাপাশি নতুন ভিসা প্রদানের ক্ষেত্রেও কঠোরতা বাড়িয়েছে মার্কিন সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাতিল হওয়া ভিসার মধ্যে প্রায় ৮ হাজারটি ছিল স্টুডেন্ট ভিসা। এছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইন প্রয়োগকারী সংস্থার নজরে আসা ব্যক্তিদের ২ হাজার ৫০০টি বিশেষায়িত ভিসাও বাতিল করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, “যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে অপরাধীদের দেশ থেকে বিতাড়িত করার প্রক্রিয়া অব্যাহত থাকবে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগোট জানান, ভিসা বাতিলের ক্ষেত্রে চারটি বিষয় সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। এগুলো হলো—ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সহিংসতা এবং চুরির মতো অপরাধে জড়িত থাকা।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ‘দ্রুত ও চূড়ান্ত’—ইরানের সেনাবাহিনী

তিনি আরও জানান, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ভিসা বাতিলের সংখ্যা বেড়েছে প্রায় ১৫০ শতাংশ, যা ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিরই প্রতিফলন।