গুলশান থানায় চাঁদাবাজি মামলা

সমন্বয়ক রিয়াদসহ আটককৃতদের দশ দিনের রিমান্ডের আবেদন পুলিশের

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৫ | আপডেট: ৪:০৪ পূর্বাহ্ন, ২৯ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গুলশানের আওয়ামী লীগ-এর সাবেক এমপির বাসায় পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সাবেক এমপির স্বামী সিদ্দিক আবু জাফর বাজেটে মামলাটি করেন। পুলিশ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেছে। শনিবার (২৭ জুলাই) রাতে তাদের আটক করে পুলিশ। এর কিছুক্ষণ পরই ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে গুলশান থানায় তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয়ে শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। শাম্মী আহমেদ বিদেশে অবস্থান করায় তারা এই দাবি জানান তার স্বামীর কাছে। অভিযোগে বলা হয়, এর আগেও তারা বাসায় গিয়ে ১০ লাখ টাকা নিয়েছেন।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন বৈধ: আপিল বিভাগ

শনিবার রাত ৮টার দিকে অভিযুক্তরা আবার ওই বাসায় গিয়ে স্বর্ণালংকার নেওয়ার চেষ্টা করলে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পরে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে হাতেনাতে আটক করে।

গুলশান থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আঞ্জুমান আরা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার তদন্ত চলছে।

আরও পড়ুন: ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যা, জয়ের নামে গ্রেপ্তারি পরোয়ানা

পুলিশ সূত্রে জানা যায়, আটক পাঁচজনের মধ্যে চারজন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ সংগঠনের সঙ্গে যুক্ত। এরা হলেন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন ও সাদাব, এবং কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। এছাড়া আমিনুল ইসলাম নামেও একজনকে আটক করা হয়েছে।