ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুনের জবানবন্দিতে মিলল যে তথ্য

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:৪৫ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্সে ৫০ শতাংশ ভোট ভরে রাখতে তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-০১ এ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে জবানবন্দি দিতে গিয়ে এ তথ্য প্রকাশ করেন মামুন। তিনি জুলাই আন্দোলনের সময়ে পুলিশ প্রধানের দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন বৈধ: আপিল বিভাগ

জবানবন্দিতে মামুন আরও বলেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া ও ব্লক রেইডের সিদ্ধান্ত এসেছিল রাজনৈতিকভাবে। এ নির্দেশনা এসেছিল প্রধানমন্ত্রীর দফতর থেকে। কখনও শেখ হাসিনা নিজে, আবার কখনও তার উপদেষ্টা তারেক সিদ্দিকী নির্দেশনা দিতেন।

তিনি জানান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব ও ডিবির হারুন মারণাস্ত্র ব্যবহারে অতিউৎসাহী ছিলেন। এছাড়া র‌্যাব-১ এ “টিআইএফ” নামে গোপন বন্দিশালা ছিল, যেখানে রাজনৈতিক ভিন্নমতাবলম্বী ও সরকারের জন্য হুমকি মনে করা ব্যক্তিদের আটক করে নির্যাতন ও কখনও ক্রসফায়ারে হত্যা করা হতো।

আরও পড়ুন: ইন্টারনেট বন্ধ রেখে গণহত্যা, জয়ের নামে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক আইজিপি মামুন বলেন, তিনি স্বেচ্ছায় আসামি থেকে রাজসাক্ষী হয়ে সত্য প্রকাশ করতে চান। এ বছরের ২৪ মার্চ মুখ্য মহানগর হাকিম আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ মামলায় ইতোমধ্যে শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যসহ ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। চলতি মাসেই সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার আশা করা হচ্ছে।