উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি বিএমএসএফ-এর শোক প্রকাশ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৫ | আপডেট: ১২:৪১ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর গতকাল বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনাবশত পতিত হলে ভয়াবহ বিস্ফোরণে বহু প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২০ জন ছাত্র ও শিক্ষক নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন শতাধিক শিক্ষক, ছাত্র, অভিভাবক ও কর্মচারী। বিস্ফোরণের ফলে ভবনে আগুন ধরে যায় এবং অনেকেই অগ্নিদগ্ধ হন।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। সংগঠনের সভাপতি এনামুল কবীর রুপম ও মহাসচিব খায়রুজ্জামান কামাল এক যৌথ বিবৃতিতে শোকবার্তা প্রকাশ করেন।

আরও পড়ুন: ডিআরইউ নির্বাচনে সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান নির্বাচিত

তারা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের সুস্থতা কামনা করেন এবং এই ঘটনায় যথাযথ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে—সেই লক্ষ্যে রাষ্ট্রীয় পর্যায়ে কঠোর নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানিয়েছেন তারা।

আরও পড়ুন: জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ