পিমার উদ্যোগে বনভোজন ২০২৬ অনুষ্ঠিত, পেশাগত ঐক্য ও মর্যাদা রক্ষার আহ্বান
প্রিন্ট মিডিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (পিমা)-এর উদ্যোগে বনভোজন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গেট-টু-গেদার ও মিলনমেলার মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কুলিয়াদি এলাকায় অবস্থিত গ্রামের বাড়ি পার্কে অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও জাতীয় দৈনিক পত্রিকার মার্কেটিং বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে দিনব্যাপী এই আনন্দঘন আয়োজন অনুষ্ঠিত হয়। আনন্দ, আড্ডা ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে সংগঠনের সদস্যরা সময় কাটান।
আরও পড়ুন: ক্ষুব্ধ সাংবাদিক সমাজ, আসামি গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ বলেন, জাতীয় দৈনিক পত্রিকার মার্কেটিং পেশায় চাকরির নিশ্চয়তা নেই। তাই কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়া যেন কাউকে চাকরি থেকে ছাঁটাই না করা হয়—এই দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তারা আরও বলেন, মার্কেটিং পেশায় কাজ করতে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে হয়। সে ক্ষেত্রে আমাদের সঙ্গে যেন কোনো রকম খারাপ আচরণ না করা হয়। পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় সকল মার্কেটিং পেশাজীবীদের একসঙ্গে কাজ করার বিকল্প নেই।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে নির্বাচনকালীন সাংবাদিকতায় প্রশিক্ষণ নিলেন ৫০ সাংবাদিক
বক্তারা আশা প্রকাশ করেন, প্রিন্ট মিডিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (পিমা) ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে পত্রিকার মার্কেটিং পেশাজীবীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে।





