রাজধানীর বিজয়নগরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর বিজয়নগরে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগলে তা ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি আগুন নেভাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক (মিডিয়া) শাহজাহান শিকদার বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই আমাদের ১৩টি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও তা নেভাতে আরও সময় লাগবে।’
আরও পড়ুন: ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং'
ওই ভবনের একটি খাবার হোটেল থেকে আগুন লেগেছে বলে প্রথমে ধারণা করা হলেও ফায়ার সার্ভিস কর্মীরা তা নাকচ করে দেন। তবে একটি ইলেকট্রনিক পণ্যের গুদাম থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তারা গুদামটিকে চিহ্নিতও করেছেন।





