গণভোটে ‘না’-এর পক্ষে জিএম কাদের, রংপুরে বাড়ছে রাজনৈতিক সংঘাতের শঙ্কা
গণভোট ইস্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বক্তব্যকে ঘিরে রংপুরে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক সময়ে রংপুরসহ বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ ও গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি গণভোটকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে জনগণকে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান।
একই সঙ্গে তিনি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। এসব বক্তব্যে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের নিয়ে কটূক্তির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান
এদিকে, গণমাধ্যমে দেওয়া একাধিক সাক্ষাৎকারে আমার দেশ ও সাংবাদিকদের নিয়ে জিএম কাদেরের মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। এসব বক্তব্যের পর রংপুরে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক পক্ষ তীব্র প্রতিক্রিয়া জানায়।
বিএনপি নেতারা জিএম কাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, তার বক্তব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে উঠছে। জামায়াত নেতাদের অভিযোগ, জাতীয় পার্টি নির্বাচনের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। অন্যদিকে এনসিপির নেতারা দাবি করেন, ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবেই জিএম কাদের ভোটের নাটক করছেন।
আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!
জুলাই আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যেও ক্ষোভ দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, জুলাই আন্দোলনের সময় রংপুরে ছাত্রদল, ছাত্রশিবির ও এনসিপির নেতারা প্রকাশ্যে মাঠে ছিলেন। তবে সে সময় জাতীয় পার্টি বা তাদের সহযোগী সংগঠনের তৎপরতা চোখে পড়েনি।
রংপুর ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য ও আরটিভির ক্যামেরাপারসন আবুল কাশেম বলেন, গণভোট নিয়ে প্রকাশিত একটি সংবাদ প্রসঙ্গে জিএম কাদের সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এতে সাংবাদিক সমাজে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন ডেমি জানান, জিএম কাদের প্রকাশ্যে সাংবাদিকদের সামনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেওয়াদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে।
এনসিপির জেলা কমিটির সদস্য আল মামুন বলেন, অহেতুক বক্তব্য দিয়ে জিএম কাদের শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছেন। এ বিষয়ে তারা শিগগিরই সংবাদ সম্মেলন করবেন।
জুলাইযোদ্ধা ও ছাত্রশক্তির মহানগর সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, জিএম কাদের প্রকাশ্যে জুলাই আন্দোলনে এনসিপির ভূমিকা অস্বীকার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
ইসলামী ছাত্রশিবিরের মহানগর সভাপতি নুরুল হুদা অভিযোগ করেন, জিএম কাদের দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে রংপুরের শান্ত পরিবেশ ঝুঁকির মুখে ফেলছেন।
অন্যদিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলা সদস্য সচিব আব্দুর রাজ্জাক বলেন, জিএম কাদের ভেবেচিন্তেই বক্তব্য দিচ্ছেন। সংঘাতের আশঙ্কা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মজিদ জানান, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং গণভোটকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেওয়া হবে না।





