সিত্রাংয়ের বিপদ কেটে যাওয়ায় ২২ ঘণ্টা পর চলছে নৌযান

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:৩২ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২২ | আপডেট: ৭:৩২ পূর্বাহ্ন, ২৫ অক্টোবর ২০২২
ফাইল ফটো
ফাইল ফটো

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বিপদ কেটে যাওয়ায় প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশে নৌযান চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১০টা থেকে লঞ্চসহ সব নৌযান চলাচল শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

সিত্রাং এগিয়ে আসায় সোমবার দুপুরে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছিল বিআইডব্লিউটিএ।

আরও পড়ুন: জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ, উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন

সিত্রাংয়ের বিপদ কেটে যাওয়ায় সারা দেশে সব ধরনের নৌযান চলাচল শুরুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. মোবারক হোসেন মজুমদার বলেন, আবহাওয়ার উন্নতি হওয়ায় মঙ্গলবার সকাল পৌনে ১০টা থেকে লঞ্চসহ সব নৌযান চলাচল শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সংস্কার করে কালক্ষেপণ করলে ভয়ংকর বিপদ ডেকে আনবে: রুহুল কবির রিজভী

ঘূর্ণিঝড় এগিয়ে আসায় সোমবার সকালে দেশের সমুদ্রবন্দরগুলোতে বিপদ সংকেত জারির পাশাপাশি উপকূলীয় নদীবন্দরগুলোতে ৩ নম্বর নৌ বিপদ সংকেত দেখাতে বলা হয়। সে কারণে শুরুতে উপকূলীয় জেলাগুলোতে এবং পরে বেলা ১২টা থেকে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।

ভারি বর্ষণ আর জলোচ্ছ্বাস সঙ্গী করে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। মধ্যরাত নাগাদ ভোলার কাছ দিয়ে এ ঝড় পুরোপুরি স্থলভাগে উঠে আসে এবং বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে হতে স্থল নিম্নচাপে পরিণত হয়। ঘূর্ণিঝড়ে সারা দেশে ১১ জনের মৃত্যু হয়েছে। বহু গাছপালা পড়ে গেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থানে।