নারায়ণগঞ্জ আদালতে আসামী মামুনুল হক

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হক, যার বিরুদ্ধে দায়ের করা হয়েছিল একটি ধর্ষণ মামলা। মঙ্গলবার পুলিশি নিরাপত্তায় তাকে সাক্ষ্যগ্রহণের জন্য কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মামুনুল হককে কাশিমপুর কারাগার থেকে কোর্ট হাজত থানায় রাখা হয়েছে।
আরও পড়ুন: জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ, উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন
কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান জানিয়েছেন, নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতে তাকে ১১টায় হাজির করা হবে। এ ট্রাইব্যুনালের আদালতের বিচারক নাজমুল হক শ্যামল। এ আদালতে মামুনুলের বিরুদ্ধে সোনারগাও থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলায় সাক্ষ্য গ্রহণ করা হবে।
মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন যে তারা সাক্ষ্যগ্রহণের জন্য প্রস্তুত আছেন।
আরও পড়ুন: সংস্কার করে কালক্ষেপণ করলে ভয়ংকর বিপদ ডেকে আনবে: রুহুল কবির রিজভী