একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে: তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২৪ পূর্বাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৭:২৪ পূর্বাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “এখন আবার একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।”

তিনি বলেন, “গত ১৫-১৬ বছর জনগণ ভোটাধিকার ব্যবহার করতে পারেননি। আপনারা কথা বলার স্বাধীনতা থেকেও বঞ্চিত হয়েছেন। যারা এটি করেছে তারা দেশ থেকে চলে গেছে।”

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, “শুধু ভোট দেওয়াই যথেষ্ট নয়। ভোট কেন্দ্রে থাকতে হবে, ভোটের হিসাব বুঝে নিতে হবে। দেশ আমাদের সবার, সব ধর্মের মানুষকে একত্রে গড়ে তুলতে হবে। এই দেশ আমাদের প্রথম ও শেষ ঠিকানা।”

আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

তারেক রহমান বলেন, “সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে জিতাতে হবে। এর আগে এই এলাকার মানুষ অনেককে দেখেছে, কিন্তু তারা সমস্যার সমাধান করতে পারেনি। নদী ভাঙন রোধ, বেড়িবাঁধ ও অন্যান্য অবকাঠামোগত কাজ আমরা করব ইনশাআল্লাহ। তবে আপনাদেরও একটি দায়িত্ব রয়েছে—ধানের শীষকে বিজয়ী করা।”

তিনি আরও ঘোষণা দেন, “বিএনপি সরকার গঠন করলে ধীরে ধীরে হাতিয়ারের মানুষের সব সমস্যার সমাধান করা হবে।”

জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ হাতিয়ার ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোকসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।