নরসিংদীতে মৎস্যজীবি লীগের নেতাকে কুপিয়ে হত্যা
নরসিংদীর শিবপুরে পারিবারিক পূর্বশত্রুতার জেরে মৎস্যজীবি একনেতাকে বাড়ির সামনে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ জানুয়ারী) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
আরও পড়ুন: শ্যামপুরে ৩৯ শতাংশ জমি জালিয়াতির অভিযোগ
নিহত শরিফুল ইসলাম (২৫) উপজেলার যোশর ইউনিয়নের জানখাঁরটেক গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে। সে যোশর ইউনিয়ন মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পূর্বশত্রুতার জের ধরে নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন তারই চাচাতো ভাই শাকিল মিয়া। শরিফুল বাড়িতে আসার খবর পেয়ে শাকিল ধারালো অস্ত্র নিয়ে শরিফুলের বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর আহত করেন। এসময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে তার স্বজনরা রাজধানী উত্তরার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ৯ মাস বন্ধ থাকবে সেন্ট মার্টিন, ব্যবসায়ী-শ্রমজীবীদের উদ্বেগ
এবিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, শরিফুলের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। তিনি চিকিৎসাধীন অবস্থায় একটি প্রাইভেট হাসপাতালে মারা যান। এ ঘটনায় অভিযুক্ত শাকিলের বাবা বাদল মিয়া ও মা রেখা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





