বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পাচ্ছে খাদ্য মন্ত্রণালয়

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৩ | আপডেট: ৯:১৯ পূর্বাহ্ন, ২৪ জুলাই ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নীতি ও প্রশাসনিক পদ্ধতির সংস্কার ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে খাদ্য মন্ত্রণালয়কে প্রাতিষ্ঠানিকভাবে ২০২৩ সালের বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয় বলে সোমবার (২৪ জুলাই) খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

চিঠিতে সিনিয়র সচিব লেখেন, নীতি ও পদ্ধতির সংস্কার করে এবং ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে সামাজিক নিরাপত্তা কার্যক্রমে সরকারের বিপুল পরিমাণ আর্থিক সাশ্রয় উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত আপনার প্রতিষ্ঠানের সবাইকে অভিনন্দন জানাচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩১ জুলাই বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান করবেন।

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল