পোস্তগোলা সেতুতে যান চলাচল শুরু

রাজধানীর পোস্তগোলা সেতুর (বুড়িগঙ্গা-১) সংস্কার কাজ শেষ। আজ শনিবার (৯ মার্চ) খুলে দেয়া হয়েছে সেতুটি। ভোর ৬টা থেকে সেতুতে আগের মতো সব ধরনের যানবাহন চলাচল শুরু করেছে। ফলে ১৫ দিন ধরে সৃষ্ট তীব্র যানজটের ভোগান্তি থেকে রক্ষা পাচ্ছেন সেতু ব্যবহারকারীরা।
সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ সবুজ উদ্দিন খান বলেন, মাইক্রো কংক্রিট দিয়ে সংস্কার করা হয়েছে পোস্তগোলা সেতুর ক্ষতিগ্রস্ত দুটি গার্ডার। এর ফলে আয়ুস্কাল শেষ না হওয়া পর্যন্ত আর সেতুর সংস্কার কাজে হাত দিতে হবে না।
আরও পড়ুন: জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে নির্বাচনের কোনো বিকল্প নেই: তারেক রহমান
সরেজমিনে আজ সকালে পোস্তগোলা সেতুতে গিয়ে দেখা যায়, আগের মতো সকল ধরনের যানবাহন চলাচল করছে সেতুটি দিয়ে। সড়ক ও জনপথ বলছে, এই মেরামতের কারণে ফের আগের অবস্থায় ফিরে এসেছে এই সেতু। সংস্কারে খরচ হয়েছে অন্তত ২ কোটি টাকা।
২০২০ সালের জুনে বুড়িগঙ্গার সদরঘাটে ডুবে যায় লঞ্চ মর্নিং বার্ড। পোস্তগোলা সেতুর নিচ দিয়ে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় যাওয়ার সময় ধাক্কা দেয়। এতেই ক্ষতিগ্রস্ত হয় সেতুর গার্ডার। এরপর দফায় দফায় করা হয় সংস্কার।
আরও পড়ুন: পাচার করা ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে গোয়েন্দারা
এর আগে এক গণ বিজ্ঞপ্তিতে সড়ক ও জনপথ বিভাগ জানায়, পোস্তগোলা সেতুর রুটিন সংস্কারের অংশ হিসেবে রেট্রোফিটিং ও দুটি গার্ডার মেরামত শুরু হয়েছে গত ২২ ফেব্রুয়ারি থেকে। সংস্কার কাজের জন্য পোস্তগোলা ব্রিজ বন্ধ থাকতে পারে ৮ মার্চ পর্যন্ত।
মেরামত চলাকালীন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়ক ব্যবহারকারী যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছিল সড়ক ও জনপথ অধিদপ্তর।