৬ সচিবকে অপসারণে সাধুবাদ
চুক্তিতে নিযুক্ত কর্মকর্তাদের অপসারণ দাবি বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের

‘বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম’, ছাত্র-জনতা অভ্যুত্থান, ২৪ এর সমন্বয়কগণসহ সর্বস্তরের সচেতন জনগণের অব্যাহত দাবির প্রেক্ষিতে অবশেষে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার (১৯ জুন) সচিব/সচিব পদমর্যাদার ০৬ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে।
জনদাবী বিবেচনায় নিয়ে সরকার এ পদক্ষেপ গ্রহণ করায় রোববার (২২জুন) ‘বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম’র পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে আন্তরিক সাধুবাদ জানিয়ে বিবৃতি দেয় বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।
আরও পড়ুন: চট্টগ্রাম কাস্টম হাউজে একযোগে ২৯ কর্মকর্তার বদলি
বিবৃতিতে বলা হয়, ০৬ জন ফ্যাসিস্ট দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তাকে অবসর দেয়া হয়েছে। অর্ধশতাধিক ফ্যাসিস্ট দোসর-দুর্নীতিবাজ এমনকি গণহত্যার আসামি সচিব এখনও কর্মরত আছে। চুক্তিভিত্তিক নিয়োজিত বিতর্কিত কর্মকর্তাদের কারোই চুক্তি বাতিল করা হয়নি। এসব কর্মকর্তাদের কেউ কেউ মাননীয় উপদেষ্টাদের ভুল-অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত করছে, আবার কেউ কেউ পতিত ফ্যাসিস্টদের সঙ্গে গোপনে যোগাযোগ রক্ষা করে স্পর্শকাতর তথ্য প্রচার করছে এবং বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার অবতারণা করছে।
বিবৃতিতে আরও বলা হয়, দেশকে ফ্যাসিস্ট অভিশাপ মুক্ত করা এবং সুষ্ঠু ও নিরপেক্ষভাবে রাষ্ট্র পরিচালনার স্বার্থে অবিলম্বে সকল ফ্যাসিস্ট দোসর-দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ ও চুক্তিভিত্তিক নিয়োজিত বিতর্কিত কর্মকর্তাদের চুক্তি বাতিল করার জন্য অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আহ্বান জানাচ্ছি।
আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার