সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘বিশেষ সুবিধা’ ভাতা কার্যকর ১ জুলাই থেকে, বাতিল হচ্ছে ৫% প্রণোদনা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ন, ২৪ জুন ২০২৫ | আপডেট: ৮:১৮ পূর্বাহ্ন, ২৬ জুন ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর ও দুঃসংবাদের সংমিশ্রণ নিয়ে এসেছে অর্থ মন্ত্রণালয়। আগামী ১ জুলাই ২০২৫ থেকে ‘বিশেষ সুবিধা’ ভাতা কার্যকর হচ্ছে, তবে একসাথে ২০২৩-২৪ অর্থবছরে চালু হওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল করা হচ্ছে।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনার স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারার ক্ষমতাবলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা জাতীয় বেতন স্কেলের আওতায় কর্মরত সরকারি-বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, স্বশাসিত-রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা, আইনশৃঙ্খলা বাহিনী ও পেনশনারদের ওপর প্রযোজ্য হবে।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ে জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ

নতুন সুবিধা অনুযায়ী:

চাকরিরতদের ক্ষেত্রে ‘বিশেষ সুবিধা’ ভাতা ন্যূনতম ১,৫০০ টাকা

আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর

পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৭৫০ টাকা

নিট পেনশন  ১৭,৩৮৯ টাকা ও তদূর্ধ্বে  হলে ভাতা  ১০% হারে,

১৭,৩৮৮ টাকা ও তদনিম্নে পেনশনারদের ক্ষেত্রে ১৫% হারে ভাতা প্রদান করা হবে।

উল্লেখ্য, পূর্বের প্রজ্ঞাপনে চাকরিজীবীদের জন্য এই ভাতা ছিল  ১,০০০ টাকা এবং পেনশনারদের জন্য ৫০০ টাকা। তবে সংশোধনের মাধ্যমে এই হার বৃদ্ধি করা হলেও আগের ৫% প্রণোদনা বাতিল হওয়ায় অনেক কর্মকর্তা-কর্মচারীর প্রকৃত ভাতা বৃদ্ধির হার কমে যেতে পারে।

উদাহরণস্বরূপ:

একজন পিয়ন/গার্ড যার মূল বেতন ১০,০৫০ টাকা, তার ১৫% হিসেবে ১,৫০৭.৮০ টাকা প্রাপ্য হলেও, নির্ধারিত  ১,৫০০ টাকা ভাতা পেলে প্রকৃত বৃদ্ধি হবে মাত্র  ৫০৭.৮০ টাকা, কারণ পূর্বের ৫% প্রণোদনা তার বেতনে অন্তর্ভুক্ত ছিল।

এই সিদ্ধান্তে মাঠপর্যায়ের অনেকে হতাশ হয়েছেন, বিশেষ করে যাদের মূল বেতন তুলনামূলকভাবে কম। তবে সরকারের দাবি, জনস্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।