রাতে সচিবালয়ে দুই দল কর্মচারীর সংঘর্ষে আহত ১০

মঙ্গলবার সন্ধ্যার পর বাংলাদেশ সচিবালয়ের ভিতর কর্মচারীদের দুই গ্রুপে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলামকে সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর জানান, সন্ধ্যার পর ক্যান্টিন চালানোকে কেন্দ্র করে দুই দল কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয় এতে হাতাহাতি পরে লাঠি ও ও লোহার রড ব্যবহার করে।
আরও পড়ুন: চাঁদাবাজদের ঠাঁই হবে না বাংলাদেশে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয় কর্মচারীরা জানান, কয়েকদিন ধরেই সচিবালয়ের সংযুক্ত পরিষদের ক্যান্টিন পরিচালনা নিয়ে দুইদলের মধ্যে উত্তেজনা চলছিল। ৫ আগস্ট এর পর আওয়ামী পন্থিরা ক্যান্টিন ছেড়ে চলে গেলে ক্যান্টিন পরিচালনা নিয়ে কর্মচারী নেতা নুরুল ইসলাম ও বডিউল এর নেতৃত্বে দুইটি কমিটি গড়ে ওঠে। নুরুল ইসলাম গ্রুপ মঙ্গলবার সন্ধ্যার পর হাট-বাজার করে ক্যান্টিন চালু উদ্যোগ নেয়। খবর পেয়ে বদিউল গ্রুপ ক্যান্টিনে ঢুকে নুর ইসলাম গ্রুপের উপর হামলা করে। হামলায় উভয়পক্ষে ১০ জন আহত হয়। দ্রুত আহত একাংশ সভাপতি নুরুল ইসলামকে কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুই গ্রুপের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালী রাতের সচিবালয় আতঙ্ক গোস্ত হয়ে রণক্ষেত্রে পরিণত হয়। পরে নিরাপত্তা পুলিশ সচিবালয় ও শাহবাগ থানা পুলিশ গিয়ে দুই কর্মচারী গ্রুপকে সচিবালয় থেকে বের করে দিয়ে তালা মেরে দেয়া হয় ক্যান্টিন।
আরও পড়ুন: ‘সংসদ নির্বাচন নিয়ে যারা শঙ্কা প্রকাশ করেছে তারা গণতন্ত্রের শত্রু’