জুলাই গণঅভ্যুত্থানের ১২টি মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৫ | আপডেট: ৭:২৩ পূর্বাহ্ন, ১৯ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনার পর দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এখন পর্যন্ত ১২টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে পুলিশের সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

বার্তায় বলা হয়, চার্জশিটকৃত মামলার মধ্যে ৩টি হচ্ছে হত্যা মামলা—যেগুলো শেরপুর জেলায় দায়ের হয়েছিল। বাকি ৯টি মামলা বিভিন্ন আইনে রুজু হয়েছে। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর অধীনে একটি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি, চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি, সিরাজগঞ্জ জেলার দুটি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তাধীন দুটি মামলা রয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালীন সময়ে দায়ের হওয়া প্রতিটি মামলার তদন্ত কার্যক্রম যথাযথভাবে পরিচালনা ও তদারকি করা হচ্ছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট মামলার তদন্তে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সরাসরি নজরদারি করছেন।

আরও পড়ুন: সরকারি প্রশিক্ষণে বাড়লো ভাতা ও সম্মানী

বার্তায় আরও উল্লেখ করা হয়, সকল মামলার তদন্ত দ্রুত শেষ করে দোষীদের আইনের আওতায় আনতে পুলিশ নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।