আন্দোলনে অংশ নেওয়ায় এনবিআরের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত

সরকারের নতুন রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে জারি করা পৃথক আদেশে তাদের বরখাস্ত করা হয়। এসব আদেশে স্বাক্ষর করেন আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান।
আরও পড়ুন: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় উদযাপন কমিটি গঠন
আদেশে উল্লেখ করা হয়, গত ১২ মে সরকার ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করার পর এর বিরোধিতায় এনবিআরের কিছু কর্মকর্তা-কর্মচারী আন্দোলনে অংশ নেন। আন্দোলনের সময় তারা দাপ্তরিক কার্যক্রমে বাধা প্রদান ও সহকর্মীদের উসকানি দেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
এ কারণে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
আরও পড়ুন: শিক্ষা, সমাজকল্যাণ ও পানিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু; খুলনার মোংলার কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার আবুল আলা মোহাম্মদ আমীমুল ইহসান খান; চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির যুগ্ম কমিশনার সানোয়ারুল কবির ও খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপকমিশনার সাইদুল ইসলাম।
এর আগে একই আন্দোলনের কারণে এনবিআরের বেশ কয়েকজন কর্মকর্তাকে ধাপে ধাপে বরখাস্ত করা হয়েছিল। এনবিআরের অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ে এরই মধ্যে সরকার ও সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।