সালমান শাহ হত্যার তদন্ত শুরু, আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৩১ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। আসামিদের দেশত্যাগ রোধে তাদের তথ্য ইমিগ্রেশন বিভাগে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রমনা থানার ওসি গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আদালতের নির্দেশে মামলাটি রুজু করা হয়েছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

ওসি গোলাম ফারুক বলেন, এজাহারভুক্ত আসামিদের মধ্যে কয়েকজন দেশের বাইরে থাকতে পারেন। দেশত্যাগ ঠেকাতে ইতোমধ্যে তাদের তথ্য ইমিগ্রেশনে পাঠানো হয়েছে। দেশে অবস্থানকারীদের শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এই মামলার তদন্তে কোনো ধরনের চাপ নেই এবং শিগগিরই আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

গত ২১ অক্টোবর গভীর রাতে রমনা থানায় মামলাটি করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক ছাড়াও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডনসহ মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় সালমান শাহকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তখন থেকে ঘটনাটি ‘আত্মহত্যা’ নাকি ‘হত্যা’—এ নিয়ে দীর্ঘ বিতর্ক চলে। পিবিআই তদন্তে আত্মহত্যার কথা বলা হলেও সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই হত্যাকাণ্ডের অভিযোগ করে আসছেন।