ভালো নির্বাচন হবে, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:২২ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার কাজ করছে।

রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

উপদেষ্টা জানান, নির্বাচনের আগে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধানে উদ্যোগ নিলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন শান্তিপূর্ণ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, পদায়ন-বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম করা হচ্ছে না। যদি কোথাও অনিয়মের অভিযোগ থাকে, গণমাধ্যম তা প্রকাশ করবে—আমরা ব্যবস্থা নেব।

আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল

এছাড়া মোবাইল সংযোগ নিয়ন্ত্রণে উদ্যোগের বিষয়ে উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনের আগে একজন ব্যক্তি সর্বোচ্চ সাতটি সিমকার্ড নিজের এনআইডি দিয়ে নিবন্ধন করতে পারবেন—এ লক্ষ্যে কাজ চলছে।