বেপজা অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় ড্রোন উৎপাদন প্রকল্পের অনুমোদন
বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে (বেপজা ইজেড) একটি ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের জন্য এরোসিন্থ লিমিটেড-কে অনুমতি প্রদান করেছে। উচ্চ প্রযুক্তিনির্ভর শিল্পে বিনিয়োগের ধারাকে আরও এগিয়ে নিতে এরোসিন্থ লিমিটেডকে স্বাগত জানিয়েছে বেপজা। এটি হবে বেপজা অর্থনৈতিক অঞ্চলে ড্রোন উৎপাদনের দ্বিতীয় কারখানা।
চীনা মালিকানাধীন কোম্পানিটি ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে যেখানে বিভিন্ন ধরনের ড্রোন যেমন- খেলনা ড্রোন, মাছ ধরার ড্রোন এবং হালকা পণ্য ডেলিভারির জন্য ড্রোন তৈরি করা হবে। কারখানাটি বছরে ১,৫০,০০০ ইউনিট ড্রোন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে যেখানে ৭০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির
বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রথম ড্রোন উৎপাদন প্রকল্পটি বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। তারা কৃষিতে কীটনাশক স্প্রে, অগ্নি নির্বাপণ, জরুরি উদ্ধার, পণ্য বিতরণ, সিনেমাটোগ্রাফি এবং ম্যাপিংয়ের জন্য ড্রোন উৎপাদন করবে। এই প্রকল্পগুলো বেপজার শিল্পখাতের বৈচিত্র্য ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করছে।
আজ (০৫ নভেম্বর ২০২৫) ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জনাব মোঃ আশরাফুল কবীর এবং এরোসিন্থ লিমিটেডের প্রতিনিধি মিজ হু ড্যানড্যান লিজ চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল
বেপজার নির্বাহী চেয়ারম্যান তাঁর বক্তব্যে উচ্চ-প্রযুক্তির পণ্য উৎপাদনের জন্য বেপজা অর্থনৈতিক অঞ্চলকে বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেওয়ার জন্য এরোসিন্থ লিমিটেডকে ধন্যবাদ জানান। তিনি নির্বিঘ্নে ব্যবসায়িক কার্যক্রম নিশ্চিত করতে সার্বক্ষণিক সহায়তা দেওয়ার জন্য বেপজার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ছয়টি প্রতিষ্ঠান ইতোমধ্যে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম শুরু করেছে, যদিও উন্নয়ন কাজ এখনো চলমান। এই চালু শিল্পগুলো প্রায় ৪,০০০ শ্রমিকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং প্রায় ১৯.৯২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। আরও কয়েকটি প্রতিষ্ঠান শীঘ্রই উৎপাদন শুরু করতে যাচ্ছে, যা বেপজা অর্থনৈতিক অঞ্চলের শিল্পভিত্তিকে আরও সম্প্রসারিত করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মোঃ খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে: কর্নেল মোঃ আরিফুর রহমান, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ এবং এরোসিন্থ লিমিটেডের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।





