যমুনায় সিইসিসহ ৫ কমিশনার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:৪১ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ও সার্বিক প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে তার কার্যালয় যমুনায় গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ ৫ কমিশনার। 

রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন ভবন থেকে সোয়া ৪টার দিকে কমিশনারদের সঙ্গে নিয়ে বের হয়ে যান সিইসি। নির্বাচন কমিশন বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ আলোচনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি। 

আরও পড়ুন: হত্যাকাণ্ড বন্ধে আমার কাছে কোনো ম্যাজিক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রধান উপদেষ্টা সঙ্গে নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং তফসিল ঘোষণার সময় নিয়ে আলোচনা হবে। সেইসঙ্গে দেশব্যাপী গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং কর্মপরিকল্পনা পর্যালোচনা ও নির্বাচনকালীন ও গণভোট চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপের বিষয়ে আলোচনা করা হবে। 

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠককে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন প্রস্তুতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এই বৈঠকের পরই রাষ্ট্রপতির সঙ্গে আগামী ১০ ডিসেম্বর সাক্ষাৎ করবেন সিইসি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর নির্বাচন কমিশন যেকোনো সময় নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন: দেশের মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিতের সময় নয়