মেট্রোরেল যাত্রীদের বড় সুসংবাদ দিলো সরকার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:০১ অপরাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর দিয়েছেন সরকার। মেট্রোরেলের টিকিটের ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট মওকুফের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হচ্ছে। ফলে আগামী জুন পর্যন্ত যাত্রীদের আর কোনো বাড়তি শুল্ক গুনতে হবে না।

পাশাপাশি আগামী বছরের হজের বিমান টিকিটেও আবগারি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: যে কারণে এক বছরে যতবার চলাচলে বিঘ্ন মেট্রোরেল

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, আইন মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে ভেটিং হয়েছে এবং আদেশ জারির জন্য বিষয়টি এখন মন্ত্রিসভায় রয়েছে।

গত অর্থবছরের শুরু থেকে মেট্রোরেলের টিকিটে এনবিআর ভ্যাট আরোপ করেছিল। কিন্তু ভ্যাট আদায় প্রক্রিয়ার জটিলতার কারণে তদারক সংস্থা ডিএমটিসিএল সমস্যায় পড়েছিল। আন্তঃমন্ত্রণালয় কারিগরি কমিটিতেও সমাধান না হওয়ায় চলতি বছরের শুরুতে এক আদেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট অব্যাহারের কথা জানানো হয়। এখন সেই অব্যাহারের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হচ্ছে, যা মেট্রোরেল যাত্রীদের জন্য স্বস্তির খবর বয়ে এনেছে।

আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে

এদিকে, আগামী বছর যারা হজে যাচ্ছেন, তারাও বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক প্রত্যাহারের সুবিধা পাবেন। চলতি বছর হজ করা যাত্রীরাও এই সুবিধা ভোগ করেছেন। গত বছরের নভেম্বরে আবগারি শুল্ক অব্যাহারের পাশাপাশি যাত্রীর এম্বার্কেশন ফি, নিরাপত্তা ফি এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফি’র ওপর আরোপিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর থেকেও অব্যাহতি দেওয়া হয়েছিল।