নিরাপত্তা শঙ্কা: ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ
ছবিঃ সংগৃহীত
চলমান পরিস্থিতির কথা বিবেচনায় রেখে আজ বুধবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুর ২টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে আজ দুপুর ২টার পর ভিসা আবেদন কেন্দ্রের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।
আরও পড়ুন: বাংলাদেশের হাইকমিশনারকে তলব করল ভারত
এতে আরও উল্লেখ করা হয়, যেসব আবেদনকারীর আজকের জন্য স্লট বা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ও সময় নির্ধারণ করে জানিয়ে দেওয়া হবে।
তবে কবে থেকে পুনরায় কার্যক্রম শুরু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
আরও পড়ুন: বিদেশে শ্রমশক্তি রপ্তানির বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা





