ভুল পদক্ষেপের কারণে ভোটে জাতীয় পার্টির ভরাডুবি: রওশন

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৪ | আপডেট: ৩:৫৭ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্বের অদূরদর্শিতা, দল পরিচালনায় অনঅভিজ্ঞতা এবং ভুল পদক্ষেপের কারণে জাতীয় পার্টির ভরাডুবি হয়েছে বলে মনে করেন পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ।

তিনি বলেন, ‘এ পরিস্থিতি থেকে পার্টিকে রক্ষা করা এবং পার্টিকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছি। পার্টির দশম জাতীয় সম্মেলন সফলভাবে সম্পন্ন করেছি। এখন দেশে সুষ্ঠু রাজনৈতিক ধারা চলমান রাখতে সুসংগঠিত জাতীয় পার্টির একান্ত প্রয়োজন।’

আরও পড়ুন: সরকারে এলে প্রাইভেট সেক্টরে শুক্র-শনিবার ছুটির ঘোষণা দেবে এনসিপি

গতকাল বিকেলে গুলশানে নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাপা প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯৫তম জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নির্বাচনে ভরাডুবির প্রভাব পুরো পার্টির ওপর পড়েছে মন্তব্য করে রওশন বলেন, ‘যারা একদিন এরশাদকে ভালোবেসেছিলেন- পল্লীবন্ধু এরশাদের জন্মদিনে তাদের সবার প্রতি আহ্বান, আসুন আমরা আবার জাতীয় পার্টির এক পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে পল্লীবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করি।’

আরও পড়ুন: খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা

তিনি বলেন, ‘আমার কারও প্রতি হিংসা-বিদ্বেষ নেই। পার্টির যারা দশম কাউন্সিলের বাইরে ছিলেন তারাও ফিরে আসুন জাতীয় পার্টির সঙ্গে। আমরা একটি ঐক্যবদ্ধ জাতীয় পার্টিকে জাতির সামনে উপহার দিতে চাই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, সিনিয়র কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, মহাসচিব কাজী মামুনুর রশিদ, জাতীয় পার্টির (জেপি) প্রধান আনোয়ার হোসেন মঞ্জু। শেখ শহিদুল ইসলাম, ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, নাজিম উদ্দিন আল আজাদ সহ আরও অনেকে।