চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে বিএনপি নেতা জাহাঙ্গীর পাটোয়ারী বহিষ্কার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ন, ০৭ মে ২০২৫ | আপডেট: ১২:১৫ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির নিউমার্কেট থানার সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারিকে বহিষ্কার করেছে দলটি।

বুধবার (৭ মে) দলটি কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আরও পড়ুন: খুব শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: আমীর খসরু

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কাজের জন্য হাজী জাহাঙ্গীর পাটোয়ারীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


আরও পড়ুন: মেডিকেল বোর্ডের অনুমতি পেলেই ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স

ব্যবসায়ীদের অভিযোগ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য নিউমার্কেট এলাকায় চাঁদা নেওয়ার সময় জাহাঙ্গীর আলম নামে এক বিএনপি কর্মীকে হাতে নাতে ধরেন তারা। খালেদা জিয়ার দেশে আসাকে কেন্দ্র করে গতকাল (মঙ্গলবার) রাতে প্রোগ্রামের জন্য কিছু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন জাহাঙ্গীর। পরে ব্যবসায়ীরা এক হয়ে তাকে পিটিয়ে পুলিশে হস্তান্তর করেন। 

তারা জানান, জাহাঙ্গীর হোসেন গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর নিউমার্কেট একাকায় চাঁদা নেওয়ার সময় ব্যবসায়ীরা বাধা দেন। পরে দল থেকে তাকে বহিস্কার করা হয়। কিছুদিন আগে জাহাঙ্গীর আলম ক্ষমা চাইলে তাকে আবারও দলে ফিরিয়ে নেওয়া হয়। দলে ফিরে আবারও তিনি চাঁদা নেওয়ার জন্য মার্কেটে গেলে পেটানো হয়। 

মহানগর বিএনপি সূত্রে জানা যায়, জাহাঙ্গীরের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।