হাসিনা চলে গেছে কিন্তু হাসিনার দোসররা এখনও দেশ ছাড়ে নাই: সিলেটে মির্জা আব্বাস

Sanchoy Biswas
সিলেট ব্যুরো
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৫ | আপডেট: ৯:১৯ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হাসিনা চলে গেছে। কিন্তু হাসিনার দোসররা এখনও দেশ ছাড়ে নাই। তারা এখনও ষড়যন্ত্র করছে। প্রশাসনের বিভিন্ন স্তরে শেখ হাসিনার লোকেরা এখনও রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার (৭ জুলাই) সিলেট নগরের পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে বিশাল আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এসব কথা বলেন। 

আরও পড়ুন: আল বদর বাহিনী ধর্মকে বিক্রি করছে, বিএনপি বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না: আমিনুল হক

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম,এ মালিকের উদ্যোগে ও সিলেট জেলা ও মহানগরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম, এ মালিকের সভাপতিত্বে এই আলোচনা সভায় সিলেট জেলা, মহানগর ছাড়াও সিলেটের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। 

আরও পড়ুন: রাজধানীতে অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৩ নেতা-কর্মী গ্রেফতার

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মির্জা আব্বাস একদল লোক নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে এবং নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে চাচ্ছে  মন্তব্য করে বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, ভোটাধিকারের জন্য আন্দোলন করেছি।  ১৭ বছরের আন্দোলনের ফলে সরকারের পতন ঘটেছে। 

হাসিনা চলে গেছে। কিন্তু হাসিনার দোসররা এখনও দেশ ছাড়ে নাই। তারা এখনও ষড়যন্ত্র করছে। প্রশাসনের বিভিন্ন স্তরে শেখ হাসিনার লোকেরা এখনও রয়ে গেছে। একেবারে সচিবালয় থেকে ইউনিয়ন পর্যন্ত।

তারা চাচ্ছে না বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। চাচ্ছে না দেশে গণতন্ত্র ফিরুক। আর আরেকশ্রেণির লোক আছে, ক্ষমতায় বসে তারা নির্বাচন পেছানোর চেষ্টা করছে। নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকতে চাইছে।’

ভোটাধিকারের দাবিতে আবার আন্দোলনে নামার কথা জানিয়ে তিনি বলেন, সরকারের অনেক আমলারা যা বলছে, তাতে নির্বাচন করতে পারবে বলে মনে হয় না। কিন্তু বিএনপি জনগনকে সাথে নিয়ে নির্বাচন আদায় করে ছাড়বে। বাংলাদেশের জনগন গত ১৭ বছর যেভাবে আন্দোলন করেছে,  প্রয়োজনে ভোটের অধিকারের জন্য আবার আমরা আন্দোলন নামবো।

খালেদা জিয়ার অসুস্থতার জন্যও আওয়ামী লীগ সরকারকে দায়ী করে মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। তাকে হত্যা করার উদ্দেশে এই মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছিলো। অনেকেই বলে ফুড পয়জনিং করে অসুস্থ করা হয়। এমনকি চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়া হয়নি। এই ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হরণ করার চেষ্টা চালানো হয়েছিলো। তাই খালেদা জিয়ার এই অসুস্থতা স্বাভাবিক নয়।

পিআর পদ্ধতি কি তা বাংলাদেশের জনগন বুঝে না  উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এখন একেক রাজনৈতিক দল একেক কথা বলছে। আবার একই দল একেক সময় একেক কথা বলছে। একবার বলছে, নির্বাচন হবে। আবার বলছে, এই অবস্থায় নির্বাচন সম্ভব না। আবার কখনো বলে,পিআর পদ্ধতিতে নির্বাচন হবে।এই নাম (পিআর) বাংলাদেশের লোক কখনো শুনে নাই। পিআর পদ্ধতি  কি তা বাংলাদেশের মানুষ জানে না।

মির্জা আব্বাস যারা পিআর পদ্ধতির কথা বলছেন তারা এই বিষয়ে জেনে আসার আহ্বান জানিয়ে  বলেন, বাংলাদেশের মানুষ যে পদ্ধতিতে নির্বাচনে অভ্যস্ত সেই পদ্ধতিতেই নির্বাচন হবে।