শাকিবের সঙ্গে বিয়ের গোপন সত্য ফাঁস করলেন অপু বিশ্বাস

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ন, ১০ জুলাই ২০২৫ | আপডেট: ১২:২১ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও শীর্ষ নায়ক শাকিব খানের বিয়ে, বিচ্ছেদ ও সম্পর্ক নিয়ে আলোচনা যেন থামছেই না। ২০০৮ সালে গোপনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই জুটি, যা প্রকাশ্যে আসে ২০১৭ সালে তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের জন্মের মাধ্যমে।

বিয়ের পর কেটে গেছে বহু বছর, ২০১৮ সালে বিচ্ছেদ হলেও সন্তানের কারণে এখনো একে অপরের সঙ্গে দায়িত্ব ভাগ করে নিচ্ছেন শাকিব-অপু। যদিও এই দীর্ঘ যাত্রাপথে অপুকে বারবারই মুখোমুখি হতে হচ্ছে ব্যক্তিগত জীবন ঘিরে নানা প্রশ্নের।

আরও পড়ুন: অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান


সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে প্রশ্ন করা হয়, শাকিবের সঙ্গে বিয়ের সময় তিনি কত ভরি গহনা পরেছিলেন? প্রশ্ন শুনে খানিকটা অবাক হয়ে যান নায়িকা, এরপর মুচকি হেসে জবাব দেন, কত ভরি, সেটা বলা কি খুব দরকার? গোপনে বিয়ে করেছিলাম তো। সুতরাং যতটা পরার কথা ছিল ততটা পরিনি। খুবই ছিমছামভাবে বিয়ে হয়েছিল আমাদের।”

আরও পড়ুন: একটি গোষ্ঠী মব সন্ত্রাসকে ক্যানসারে পরিণত করেছে: রিজভী

বিয়ের পর অপু বিশ্বাসের ধর্ম পরিবর্তন নিয়ে বহু গুঞ্জন থাকলেও, সেই জল্পনায় এবার নিজেই ইতি টানলেন এই নায়িকা। তিনি বলেন,


সত্যি বলতে, বিয়ের পরও আমি নিজের ধর্মেই ছিলাম। ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি, ক্যারিয়ারের জন্য। শাকিব তখন আমার স্বামী ছিল, তাকে সাপোর্ট করাই দায়িত্ব ছিল। সবাই ভাবত যেহেতু আমি মুসলিম ছেলেকে বিয়ে করেছি, আমিও মুসলিম হয়েছি। কিন্তু আসলে আমি হিন্দুই ছিলাম এবং আছি। বিয়ের পর ধর্ম পরিবর্তনের যে আনুষ্ঠানিকতা থাকে, সেগুলো হয়নি। ২০১৭ সালে সন্তান জয়কে কোলে নিয়ে একটি ফেসবুক লাইভে আসার পরেই দেশের মানুষ জানতে পারে তার বিয়ের খবর এবং সন্তানের পিতৃত্ব।


আইনি বিচ্ছেদের পরও সন্তানের দায়িত্ব পালন একসঙ্গে করছেন তারা— এমনটিই জানালেন অপু বিশ্বাস। আর বিয়ের আয়োজন, গহনার পরিমাণ কিংবা গোপনীয়তা নিয়ে দর্শকের কৌতূহল থাকলেও, অপু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, গহনার চাকচিক্য দিয়ে নয়, ভালোবাসা দিয়েই সে বিয়ের গুরুত্ব ছিল।