এনসিপির নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন, নাসির উদ্দিন প্রধান, তাসমিন জারা সেক্রেটারি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ১০ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেছে। এতে মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারীকে প্রধান করা হয়েছে।
মঙ্গলবার ভোরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: জাপা-জেপির নেতৃত্বে ১৬ দলের রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ সোমবার
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে এই কমিটি এনসিপির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া প্রচার, প্রশিক্ষণ ও মনিটরিং পরিচালনা করবে।
কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
আরও পড়ুন: ধানের শীষ প্রতীক সনাতন ধর্মাবলম্বীদের ভাগ্যোন্নয়নের নিশ্চয়তা দিতে পারে: শাহ রিয়াজুল হান্নান
সদস্য হিসেবে রয়েছেন: সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ ও এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাইফুল্লাহ হায়দার এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।
উল্লেখ্য, নির্বাচন কমিশন এনসিপিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিলেও দলের প্রতীক বিষয়ে এখনো চূড়ান্ত ফয়সালা হয়নি। এদিকে বিএনপি ও জামায়াত সারা দেশে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও এনসিপি এখনো সেই প্রক্রিয়ায় পিছিয়ে রয়েছে।





