দলীয় প্রতীক না পেলেও নির্বাচন করবেন আসলাম চৌধুরী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:২৮ অপরাহ্ন, ০৬ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে প্রাথমিক তালিকায় দেখা গেছে, বেশ কয়েকজন হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি। এখনো ৬৩টি আসনের প্রার্থী ঘোষণা বাকি রয়েছে।

মনোনয়ন বঞ্চিতদের মধ্যে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি আসলাম চৌধুরী। আওয়ামী লীগ শাসনামলে দীর্ঘদিন কারাভোগ করা এ নেতার নাম তালিকায় না থাকায় সীতাকুণ্ডে তার সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

আরও পড়ুন: জাপা-জেপির নেতৃত্বে ১৬ দলের রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ সোমবার

বুধবার রাত থেকে এলাকায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

মনোনয়ন না পেলেও নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আসলাম চৌধুরী। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দৈনিক যুগান্তরকে তিনি বলেন, বিএনপির মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি জনগণের ইচ্ছায় অংশ নেব। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন আমার কাছেই আসবে বলে বিশ্বাস করি।

আরও পড়ুন: ধানের শীষ প্রতীক সনাতন ধর্মাবলম্বীদের ভাগ্যোন্নয়নের নিশ্চয়তা দিতে পারে: শাহ রিয়াজুল হান্নান

এর আগে বুধবার গণমাধ্যমে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে আসলাম চৌধুরী বলেন, নির্বাচন করব—এটা পরিষ্কার। আর তা ত্রয়োদশ সংসদ নির্বাচনেই। আমি বারবার বলেছি, যখনই নির্বাচন হবে, আমি অংশ নেব। মনোনয়ন না পাওয়া নিয়ে এখন আলোচনার কিছু নেই; তফসিল ঘোষণার পর এসব স্পষ্ট হবে।

তিনি আরও বলেন, আমি জনগণের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি। দলের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। সীতাকুণ্ডের জনগণ আমার সঙ্গে আছে, তাই আমি নিশ্চিত শেষ পর্যন্ত মনোনয়ন ঠিকভাবেই হবে।

বিএনপির এ নেতা বিশ্বাস করেন, জনগণের পালস যেদিকে থাকবে, দল সেটাকেই মূল্যায়ন করবে। আমি ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচন করব—এটা নিশ্চিত ভাবেই বিশ্বাস রাখতে পারেন।