দলের নাম বা প্রতীক দেখে ভোট দেওয়ার দিন শেষ: সারজিস আলম
পুরোনো রাজনৈতিক সংস্কৃতির ওপর ভর করে শুধু নির্বাচনের কয়েকদিন আগে মাঠে নেমে বিজয়ের স্বপ্ন দেখা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, এখন জনগণ সচেতন; নাম বা প্রতীক দেখে ভোট দেওয়ার অবস্থা আর নেই। তাই রাজনৈতিক দলগুলোর উচিত মাঠে গিয়ে মানুষের প্রকৃত সমস্যাগুলো শোনা এবং তা সমাধানে ভূমিকা রাখা।
রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: শারীরিক সক্ষমতায় বিলম্ব খালেদা জিয়ার লন্ডনযাত্রা
সারজিস আলম বলেন, “বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো যে পুরোনো পদ্ধতিতে মাঠপর্যায়ে সমীকরণ তৈরি করে ভোট পেত, এখন আর সে পরিস্থিতি নেই। জনগণ পরিবর্তন চাচ্ছে, তারা প্রার্থীকে যাচাই করে সিদ্ধান্ত নিতে শুরু করেছে।”
তিনি সতর্ক করে বলেন, “স্থানীয় পর্যায়ে পাঁচ-দশজন নেতাকর্মীর অপতৎপরতায় সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। জনগণের ভোগান্তি বাড়িয়ে রেখে নির্বাচনের আগে মাঠে নেমে ভোট পাওয়ার কোনো সুযোগ নেই।”
আরও পড়ুন: এনসিপি নেতা হান্নান মাসউদের বিয়ে, কনে ছাত্রনেত্রী শ্যামলী সুলতানা জেদনী
এনসিপি নেতা আরও বলেন, “আমরা আশা করি, এবার মানুষ বয়স, প্রতীক বা পুরোনো আনুগত্য নয়—সঠিক ও যোগ্য প্রার্থীকে বেছে নেবে।”
সংগঠন প্রসঙ্গে তিনি জানান, জাতীয় নাগরিক পার্টির সংগঠন টিম প্রতিটি জেলায় আহ্বায়ক কমিটি গঠনের কাজ করছে। উত্তরাঞ্চলের ৩২ জেলার মধ্যে ইতোমধ্যেই ২০ জেলায় কমিটি গঠিত হয়েছে। লক্ষ্য—ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি ওয়ার্ড পর্যন্ত কমিটি কার্যকর করা।
তিনি যোগ করেন, আগামী নির্বাচনে শক্তিশালী অবস্থান তৈরি করতে এবং সংসদে জনগণের বাস্তব প্রতিনিধি হিসেবে ভূমিকা রাখতে আমাদের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা এখন সময়ের দাবি।





