বিজয়ের মাসেই দেশে ফিরছেন তারেক রহমান: আতিকুর রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:১১ পূর্বাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেছেন, ডিসেম্বর মাসেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

এর আগে তিনি হাসপাতালে চিকিৎসাধীন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের জন্য অপেক্ষায় থাকা এক রিকশাচালক আনোয়ার হোসেনের সঙ্গে দেখা করেন। ওই রিকশাচালক প্রায় ছয় দিন ধরে ধানের শীষ প্রতীক হাতে দাঁড়িয়ে ছিলেন। সেখান থেকে প্রতীকটি তুলে নেন আতিকুর রহমান রুমন। তিনি জানান, ডা. জুবাইদা রহমানের নির্দেশেই প্রতীকটি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: গুজব ছড়াবেন না, চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সমালোচকদের মন্তব্য নিয়ে প্রশ্ন করলে রুমন বলেন, নানা ধরনের নিন্দা–সমালোচনা শুনছি। কিন্তু আমরা এসব নিয়ে ভাবি না। তারেক রহমান বীরের মতোই দেশে ফিরবেন।

তিনি আরও জানান, বাড়ি ফেরার পথে ডা. জুবাইদা রহমান নিজেই রিকশাচালক আনোয়ার হোসেনের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে রিকশাচালক আনোয়ার জানিয়েছেন, তিনি তারেক রহমান দেশে ফেরার পরই রিকশার উপহার গ্রহণ করবেন, এর আগে নয়।

আরও পড়ুন: শত কোটি টাকার মিশনে সাবেক ছাত্রলীগ নেতা, গণপূর্তের সকল বাণিজ্য তার নিয়ন্ত্রণে