নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা জোরদার
রাজধানীতে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দমনে শিগগিরই ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ শুরুর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
আরও পড়ুন: ঢাকার বাড্ডায় চলন্ত বাসে আগুন
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা বরদাশত করা হবে না। জনগণের জানমাল রক্ষা এবং নির্বাচন নির্বিঘ্ন করতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।
তিনি জানান, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যারা নিরাপত্তার স্বার্থে আগ্নেয়াস্ত্র বহন করতে চান, তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে লাইসেন্স দেওয়া হবে। পাশাপাশি যেসব প্রার্থীর আগ্নেয়াস্ত্র আগে সরকারের কাছে জমা রাখা হয়েছিল, সেগুলোও নিয়ম অনুযায়ী ফেরত দেওয়া হবে।
আরও পড়ুন: ডেমরায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত
এর আগে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে সন্ত্রাস দমন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ‘অপারেশন ডেভিল হান্ট-১’ পরিচালনা করে অন্তর্বর্তী সরকার। নতুন করে ঘোষিত ফেইজ-২ এই কার্যক্রমকে আরও বিস্তৃত ও জোরালো করবে বলে জানান তিনি।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য দেশে ফেরা ও তার নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে।
তিনি আশ্বস্ত করে বলেন, তারেক রহমান দেশে ফিরলে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে এবং এ বিষয়ে কোনো ধরনের ঘাটতি থাকবে না।





