কদমতলীর হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন বিএনপি প্রার্থী ড. এম এ কাইয়ুম
রাজধানীর কদমতলী থানাধীন একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন ঢাকা-১১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. এম এ কাইয়ুম।
বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল
এদিন আদালতে ড. এম এ কাইয়ুমের পক্ষে তার আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে ড. কাইয়ুমের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, কদমতলী থানায় দায়ের করা ২০১৫ সালের একটি হত্যাচেষ্টা মামলায় তার মক্কেলের জামিন চাওয়া হয়েছিল। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিন মঞ্জুর করেছেন।
আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান
এ বিষয়ে প্রতিক্রিয়ায় ড. এম এ কাইয়ুম বলেন, “বিগত স্বৈরাচারী সরকারের সময় আমার বিরুদ্ধে অসংখ্য গায়েবি মামলা দেওয়া হয়েছিল। গত তিন দিনে সার্চ করে আরও দুটি মামলা শনাক্ত করেছি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র জমা দিতে গেলে মামলার বিবরণসহ সংশ্লিষ্ট কাগজপত্র দাখিল করতে হয়। সে কারণেই গায়েবি মামলা থাকা সত্ত্বেও আদালতে এসে জামিন চেয়েছি।”
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব মামলা মোকাবিলা করবেন এবং নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাবেন।





