খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে একটি সংকটময় মুহূর্ত পার করছেন।
শনিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডা. জাহিদ হোসেন।
আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল
খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,ওনার অবস্থার উন্নতি হয়েছে—এ কথা বলা যাবে না। ওনার অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটি সংকটময় মুহূর্ত পার করছেন।
ডা. জাহিদ হোসেন আরও জানান, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি ঘটে।
আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান
তিনি বলেন, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। চিকিৎসা প্রক্রিয়ায় তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও যুক্ত রয়েছেন।
এদিকে, শনিবার দিনভর বিভিন্ন কর্মসূচি শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবারও তার মাকে দেখতে হাসপাতালে যান। প্রায় দুই ঘণ্টার বেশি সময় সেখানে অবস্থান করার পর রাত ১১টা ৫৮ মিনিটে তিনি হাসপাতাল ত্যাগ করেন। এর আগে গত বৃহস্পতিবার দেশে ফেরার পরপরই তিনি মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দেশজুড়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।





