দাদি খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ন, ০২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:০২ অপরাহ্ন, ০২ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারা। সকাল সাড়ে ১০টার দিকে জাইমা রহমান পরিবারের প্রায় ২০ জন সদস্যকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছান।

আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

কবর জিয়ারতের সময় তারা দীর্ঘক্ষণ মোনাজাতে অংশ নেন। এ সময় পুরো পরিবেশ ছিল নীরব ও ভাবগম্ভীর। জিয়ারত শেষে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তারা জিয়া উদ্যান ত্যাগ করেন।

এ সময় জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানসহ পরিবারের ঘনিষ্ঠ স্বজনরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনকালে সবাইকে স্থির ও শান্ত থাকতে দেখা গেছে।

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বজনদের সঙ্গে নিয়ে মায়ের দাফনকার্যে অংশ নেন।

দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মরহুমার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বিশাল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে লাখো মানুষ অংশ নেন।