হাদির স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই চলবে: জামায়াত আমির
শহীদ ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর মিরপুর আদর্শ স্কুলমাঠে অনুষ্ঠিত জামায়াতের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল
জামায়াত আমির বলেন, “আগে একজন ওসমান হাদি ছিল, এখন ১৮ কোটি হাদি তৈরি হয়েছে। হাদি ভাই, আপনাকে আমরা কথা দিচ্ছি—আপনি যে স্বপ্ন নিয়ে লড়াই শুরু করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম থামবে না।”
নারীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, রাস্তা-ঘাটে চলাচলসহ কর্মক্ষেত্রে নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, “আমরা চাই নারীরা সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবেন। নারী-পুরুষ সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়ে তুলব।”
আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান
ডা. শফিকুর রহমান আরও বলেন, “কিছু বন্ধুদের বলতে চাই—মেহেরবানি করে মায়েদের ইজ্জতে কখনও হাত দেবেন না। তাহলে আগুন জ্বলবে। সব সহ্য করা গেলেও মায়েদের ইজ্জতের বিষয়ে কোনো আপস করা হবে না।”
তিনি বলেন, “সরকারি ট্যাক্সের বাইরে দেশে একটি ‘বেসরকারি ট্যাক্স’ চালু রয়েছে। রাস্তার পাশে ভিক্ষা করা ভাই-বোনদের কাছ থেকেও এই চাঁদা আদায় করা হয়। ইনশাআল্লাহ, ট্যাক্সের নামে এই চাঁদাবাজি বন্ধ করা হবে। এবার মানুষ দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে।”
ভোটব্যবস্থা নিয়ে জামায়াত আমির বলেন, “আমরা দেশে আর কোনো ভোটচোর দেখতে চাই না। যারা নিজের দলের লোকদের চাঁদাবাজি, দখলবাজি ও সহিংসতা থেকে রক্ষা করতে পারে না, তারা কি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবে?”
তিনি বলেন, “ঘুণে ধরা রাজনীতি ও ক্ষমতার কাঠামো পরিবর্তনের জন্য গণভোটে মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষেই রায় দেবে। মানুষ আর ভোট ডাকাতি দেখতে চায় না। একই সঙ্গে এ দেশে আর কোনো ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না। নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান ঘটলে তার পরিণতিও হবে ৫ আগস্টের মতো।”





