আজ টাঙ্গাইল ও সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১০ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:১০ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন । এই নির্বাচনকে সামনে রেখে প্রচারণা কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন তিনি। দীর্ঘ বছর পর তারেক রহমানের এই সফর ঘিরে দুই জেলাতেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দলীয় সূত্র জানায়, রাজশাহী ও রংপুর বিভাগের নির্বাচনী সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান।

সিরাজগঞ্জ বিএনপি জানিয়েছে, শনিবার দুপুরে বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। জনসভাকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে সভাস্থল। তার আগমন উপলক্ষে জেলাজুড়ে বইছে উৎসবের আমেজ। বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও তাকে এক নজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। একইসঙ্গে জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

এই জনসভায় সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।

সিরাজগঞ্জের জনসভা শেষে তারেক রহমানের পরবর্তী গন্তব্য টাঙ্গাইল। শনিবার বিকেল ৪টায় যমুনাসেতু–টাঙ্গাইল–ঢাকা মহাসড়কের দরুন-চরজানা বাইপাস সংলগ্ন খোলা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

আরও পড়ুন: ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!

দীর্ঘ ২১ বছর পর প্রিয় নেতাকে কাছ থেকে দেখার আশায় মুখিয়ে আছেন টাঙ্গাইল বিএনপির নেতাকর্মীরা। দলীয় সূত্র জানায়, এটি হবে টাঙ্গাইল জেলায় তারেক রহমানের প্রথম রাজনৈতিক জনসভা।

তার আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে টাঙ্গাইল জেলা বিএনপি। জনসভাস্থল নির্ধারণ ও পরিদর্শনের পাশাপাশি নেতাকর্মীদের দিকনির্দেশনা দিতে সার্বিক তদারকি করছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

সমাবেশস্থলে শতাধিক মাইক, বড় মঞ্চসহ বিশাল আয়োজন করা হয়েছে। এছাড়া, গত বৃহস্পতিবার রাতে নেতাকর্মীদের নিয়ে একটি বিশেষ প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।